ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

হঠাৎ ভাইরাল ‘কালাকালা কালাকালা’ গান, যা জানালেন শিল্পী আরজিন কামাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০২:৪৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘কালাকালা কালাকালা’ শিরোনামের একটি গান। ভাইরাল হওয়া গানটি গেয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থা করা বাংলাদেশি নাগরিক সংগীতশিল্পী আরজিন কামাল। প্রবাসে থাকলেও বাংলা সংগীত নিয়ে কাজ করেন তিনি। বিদেশি ব্যান্ডের সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ভিন দেশি শ্রোতামহলে পৌঁছে দিচ্ছেন বাংলা গান।

বিজ্ঞাপন

328797626_1329863460919866_1412448452106650024_n

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন আরজিন কামাল। বাংলাদেশে এসেই দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকছি। হঠাৎ করেই বাংলাদেশে আসা। আগে দেশে আসলে এখানে কিছু সিনেমা বা অন্যান্য প্রোজেক্টে কাজ করা হতো। এবারের সফরে ঢাকার কোনো কাজ রাখিনি। হঠাৎ করেই তো ব্যক্তিগত কারণে এসেছি। তবে সেখানে (যুক্তরাষ্ট্র) বাংলা ভাষাসহ অন্যান্য কয়েকটি প্রোজেক্ট নিয়ে খুবই ব্যস্ততা আমার। নতুন নতুন গান করছি। আমি নিজেই গান লেখি, তা সুর করি। আবার অন্য ভাষায় গান করা এবং অনেক সময় অন্য ভাষার গান অনুবাদ করে নির্দিষ্ট কোনো এক ভাষায় রূপান্তর করছি। এ নিয়েই ব্যস্ততা।

বিজ্ঞাপন

c-ArzeenKamal__IMG5338Original_1705005141657

ভাইরাল হওয়া ‘কালাকালা কালাকালা’ গানটি নিয়ে তিনি জানান, গানটি কয়েক বছর আগের করা। আমার নিজের লেখা ও সুর করা। যুক্তরাষ্ট্রে ‘মিস্টিক্যাল জয়রাইড’ ব্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করেছিলাম। স্টুডিওতে গানটি রেকর্ডের পর সেখানে বাঙালি কমিউনিটি ছাড়াও বিভিন্ন ফেস্টিভে গানটি পারফর্ম করেছি আমরা। তাতে শুরু থেকেই বেশ ভালো সাড়া পেয়েছি। তবে তখন গানটি আমাদের বাংলাদেশে সেভাবে সবার কাছে পৌঁছায়নি। হঠাৎ এ বছর দেখি সেই পুরোনো গানটি দর্শক-শ্রোতাদের মুখে মুখে। বেশ ভাইরাল হয়েছে এটি। বিভিন্ন বিয়ে বাড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা জায়গায় বাজানো হচ্ছে গানটি। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার কাছে। শ্রোতাদের এত ভালোবাসা পাব, তা ভাবতে পারিনি। গানটি হঠাৎ শ্রোতামহলে আলোড়ন সৃষ্টি করায় তারা আমার অন্যান্য গানও দেখি শুনছে। এই ভালো লাগা, আনন্দ ভাষায় বলে বোঝানো সম্ভব নয়।

c-ArzeenKamal__IMG9493_1705007428288

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এক দশকের সংগীত ক্যারিয়ারে এরইমধ্যে মৌলিক প্রায় ৫০টি গান করেছেন আরজিন কামাল। শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘তোমার পরশ’ এবং ‘রাজকুমার’ সিনেমার ‘আমাকে নাও’ গানসহ কয়েকটি সিনেমার গান করেছেন। প্রতিটি গানই প্রশংসিত হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |